এসএমএস পরিচালনা সংক্রান্ত বিটিআরসির নির্দেশনা সমূহ

প্রিয় গ্রাহক,

দোয়েলটেক লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা।

বিটিআরসি এসএমএস প্রেরন সংক্রান্ত নির্দেশনা (স্মারক নং : 14.32.0000.600.36.001.19.51 তারিখ: ১২ই মার্চ, ২০১৯) জারি করেছেন, সেই নির্দেশনা অনুযায়ী এখন থেকে মোবাইল গ্রাহকগণদেরকে যে কোনও প্রকার প্রচারমূলক এসএমএস বাংলা ভাষায় পাঠাতে হবে ।

যদিও, আমরা এই নির্দেশিকা আপনাকে ইতিপূর্বে অবহিত করেছি তবে এখনও কিছু উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রচারের জন্য ইংরাজী ভাষা ব্যবহার করছেন, যা উল্লিখিত বিটিআরসির নির্দেশনার পরিপন্থী। বর্তমানে, বিটিআরসি আবারও উক্ত নির্দেশিকা অনুসরণ করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন অন্যথায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা আপনাকে বিটিআরসির নির্দেশাবলী মেনে চলার জন্য বাংলা ভাষায় আপনার প্রচারমূলক এসএমএস পাঠানোর জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

আমরা আরও জানাতে চাই যে, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী বাল্ক এসএমএস প্রেরণের ক্ষেত্রে এসএমএস কনটেন্ট কমিশন হতে পূর্বঅনুমতি গ্রহন করতে হবে।

সর্বোপরি, এসএমএস পরিচালনার লক্ষে বিটিআরসির নির্দেশনা অনুসারে যথাযথ উদ্যোগ গ্রহনের অনুরোধ করছি।

মোঃ হেলাল উদ্দিন
ডিজিটাল মার্কেটিং ম্যানেজার
দোয়েলটেক লিমিটেড

http://doeltechltd.com/wp-content/uploads/2022/12/Bulk-SMS-Approval-1.pdf
http://doeltechltd.com/wp-content/uploads/2022/12/doc08142420190325114707-1.pdf
http://doeltechltd.com/wp-content/uploads/2022/12/Letter-regarding-SMS-Circulation-2019-09-11.pdf